উইকিম্যানিয়া ২০১০ বৃত্তি উইকিম্যানিয়া ২০১০, ৬ষ্ঠ তম আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে ৯-১১ই জুলাই। স্থান পোলিশ ব্যাল্টিক এফ, কপলিন ফিলহারমোনিক, গাদান্সক, পোলান্ড। উইকিমিডিয়া সিমীত সংখ্যক লোককে এই আসরে উপস্থিত থাকার জন্য থাকা, যাতায়াত এবং উইকিম্যানিয়ায় নাম নিবন্ধনের জন্য বৃত্তি প্রদান করবে।

এই বৃত্তির উদ্দেশ্য ১. সফল এবং উৎপাদন মুখী উইকিম্যানিয়া আন্তর্জাতিক বৈঠক ২০১০ সফল করা ২. উইকিম্যানিয়ার প্রজেক্ট সমুহে লোকের আগ্রহের সৃষ্ঠি করা ৩. বিশ্বের বিভিন্ন দেশের লোকের অংষ গ্রহনের মাধ্যমে উইকিম্যানিয়া কে শক্তিশালী করা

বৃত্তির দরখাস্তের নিয়ম বৃত্তির দরখাস্ত উইকিম্যানিয়া ২০১০, ৬ষ্ঠ তম আন্তর্জাতিক বৈঠক,পোলিশ ব্যাল্টিক এফ, কপলিন ফিলহারমোনিক, গাদান্সক, পোলান্ড এর জন্য সম্পুর্ন দরখাস্ত প্রেরন করতে হবে।


যারা দরখােস্তর যোগ্য: যারা নিয়মিত উইকিম্যানিয়ায় সেচ্ছাসেবক হিসাবে অংশ গ্রহন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তারা দরখাস্তের যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও যারা সফটওয়্যার, বৈদ্যুতিক এবং কম্পিউটারের বিভিন্ন্ বিষয় নিয়ে কাজ করে তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

বাছাই প্রত্রিয়া: উইকিম্যানিয়া এর বাছাই কমিটি সব দরখাসত বাছাই করবেন তাদের উদ্দেশ্য আবং লক্ষকে সামনে রেখে।

দরখাস্তের শেষ দিন: উইকিম্যানিয়া ২০১০ এর আন্তর্জাতিক বৈঠকে অংশ গ্রহনের জন্য দরখান্থ জমা দেবার শেষ দিন হচ্ছে ১১ই এপ্রিল ২০১০ ২৩:৫৯:৫৯। এই সময়ের পর কোন আবেদন গ্রহনযোগ্য হবেনা। [ বিন্তারিত জানারজন্য প্রশ্ন এবং উত্তর পৃষ্ঠা দেখুনhttps://wm10schols.wikimedia.org/]